ভারতের মুম্বাইয়ের পুলিশ টিমে করোনা প্রতিরোধে ব্যাপক সফলতার পর ডা. যশোবন্ত পাতিলের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসকদের একটি টিম ৬ জন করোনা পজিটিভ রোগীকে দ্রুততম সময়ে আরোগ্য করতে সমর্থ হয়েছেন। গত ৭ মে তিনি তার নিজের ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে সর্বপ্রথম এই বিষয়টি সবাইকে অবগত করেন।

 ডা. যশোবন্ত পাতিল

ডা. যশোবন্ত পাতিল।

এ ব্যাপারে ডা. পাতিলের নিজের বক্তব্য, “আমি “COVID TEAM MUMBAI” নামে ১১ হোমিওপ্যাথের সদস্য বিশিষ্ট একটি টাস্ক-ফোর্স গঠন করি এবং উপসর্গজনিত প্রথম পর্যায়ের কেবল ৬ জন রোগীকে চিকিৎসা প্রদান করার অনুমতি লাভ করি। হোমিওপ্যাথিক ঔষধ প্রদানের ৪ দিন পর তাদের সকলেরই কোভিড টেস্ট নেগেটিভ এসেছে। হোমিওপ্যাথির কার্যকারিতার প্রমাণকে আরো দৃঢ় করতে আমাদের আরো রোগী চিকিৎসা করা প্রয়োজন। ফলাফলটি বিস্ময়কর থাকায়, পরের দিন আবার পরীক্ষা করা হয় এবং আবারও এই ছয়জনেরই নেগেটিভ আসে।”

তিনি আরো বলেন, “হোমিওপ্যাথি নিজেকে তাত্ত্বিক বিজ্ঞান হিসাবে নয়, একটি ফলপ্রসূ এভিডেন্স-বেইজড বিজ্ঞান হিসাবে এর কার্যকারিতাকে প্রমাণ করতে পারে।”

এলোপ্যাথ থেকে হোমিওপ্যাথিতে রূপান্তরিত হওয়া এবং চিকিৎসাবিজ্ঞানের সর্বোচ্চ ডিগ্রিধারী ডা. যশোবন্ত পাতিল এমডি (চেস্ট), বিএইসএমএস করোনাকে সর্বোচ্চ দ্রততায় নির্মূলের উপায় প্রসঙ্গে আবেদন করেন, “অন্তত এই সময়টিতে করোনাকে রুখতে আমাদের এলোপ্যাথিক সহকর্মীদের সাথে সমন্বিতরূপে সমস্ত করোনা কেইসগুলোকে আমাদের চিকিৎসা করার অনুমতি দিন। এলোপ্যাথির লাইফ সাপোর্ট ব্যবস্থাপনা ও হোমিওপ্যাথির রোগ-প্রতিরোধক শক্তি বৃদ্ধির সক্ষমতার সমন্বয়ে সর্বোচ্চ স্বল্প সময়ের মধ্যে করোনাকে নির্মূল করা যাবে। আমরা একত্রে, মানুষের সুখ ও সুস্বাস্থ্য সমৃদ্ধ দীর্ঘায়ুকে নিশ্চিত করতে পারি।”


Leave a Reply