প্রত্যেকের জন্য অনেক
গুরুত্পূর্ণ। একবার একটু
চিন্তা করে দেখুনতো মাথায়
যদি চুল না থাকে তবে আপনাকে
কেমন লাগবে। নিশ্চয় অদ্বুত
লাগবে। আপনার সৌন্দর্য
কয়েকগুণ বাড়িয়ে দিতে ভাল
চুলের অবদা
অদ্বিতীয়।চুল রুক্ষ ,শুষ্ক ও
ড্যামেজ হওয়ার অনেক কারণ আছে
।আজ আপনাদের জন্য নিয়ে এলাম
কিছু best hair tips যা আপনার short
hair এবং Long hair উভয় চুলের জন্য
দরকারী। তবে চলুন আমার জেনে
নিই চুল কি কি কারণে ড্যামেজ
হতে পারে।
১। ব্লিচিং কারার জন্য।
২।পারমিং করার জন্য।
৩। চুলে স্মার্ট ভাব আনার জন্য
কালার বা রং করার কারণে।
৪.। চুল স্ট্রেট করা বা হেয়ার
ড্রেসার দিয়ে চুল দ্রুত
শুকানো।
৫.। অতিরিক্ত চুল ব্রাশ করার
কারণে।
মনে রাখবেন দাঁত থাকতে যেমন
দাঁতের মর্ম বুঝতে হবে, ঠিক
তেমনি চুল থাকতে চুলের মর্ম
বুঝতে হবে।চুল নষ্ট করা কঠিক
কিন্তু নষ্ট হওয়া চুল আবার
ফিরিয়ে আনা কিন্তু খুবই
কঠিন।তাই উপরের বিষয়গুলো
পরিহার করুন যদি এর কোনচা
আপনি অনুসরণ করে থাকেন।
আমরা চাই আপনাদের সুস্থ্য,
সুুন্দর জীবন।তাই আরো ভালো
ভালো টিপস পেতে সমাধান হোমিও হল পেজের
সাথে থাকুন।
আর পোষ্টটি ভালো লাগলে
শেয়ার করতে ভুলবেন না।ধন্যবাদ