সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা পেতে হলে যে বিষয়গুলো জেনে রাখা এবং মেনে চলা প্রয়োজন

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
💠রোগীর প্রত্যেকটি উপসর্গের কারণ ইতিহাস অনুসন্ধান করতে ত্রুটি করবেন না।
💠অনুমানে কিংবা দ্বিধাদ্বন্দে কোন ঔষধ প্রয়োগ করবেন না।
💠সর্বদা বিশুদ্ধ ঔষধ প্রয়োগ করবেন।
💠 এক সময়ে একটি মাত্র ঔষধ প্রয়োগ করবেন (তবে তরুণ রোগে
অনুপূরক ঔষধ পর্যায়ক্রমে দেয়া চলে)।
💠 এক ফোঁটা ঔষধের শক্তিকে কখনও নগন্য মনে করবেন না।
💠অনুমানে কিংবা দ্বিধাদ্বন্দে কোন ঔষধ প্রয়োগ করবেন না।
💠 রোগীর কোন লক্ষণকে তুচ্ছ মনে করবেন না।
💠অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে কখনও কুণ্ঠাবোধ করবেন না।
💠 অন্য কোন প্রকার ঔষধ সেবনের পর কোন রোগী আসলে তাকে
একমাত্ৰা সালফার অথবা নাক্সভূমিকা প্রয়োগ করা উচিৎ। তবে
উক্ত ঔষধ দুটির মধ্যে রোগীর সাথে যে ঔষধটির অন্ততঃ দু’একটা
লক্ষণের মিল থাকে সেই ঔষধটিই প্রয়োগ করবেন।
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
💠 ক্যালকেরিয়া কার্ব্ব এরপর সালফার, ব্রাওনিয়া, কেলিবাইক্রম, ও
ব্যবাইটা কার্ব্ব প্রয়োগ করবেন না।
💠 সালফারের পর লাইকোপডিয়াম প্রয়োগ করবেন না।
💠 প্রয়োজন বোধে প্রথমে সালফার তারপর ক্যালকেরিয়া, তারপর ধারাবাহীকতা বজায় রাখা।
💠 ল্যাকেসিস প্রয়োগের পর রোগীকে টক খাইতে দেবেন না এবং
নাইট্রিক এসিড প্রয়োগ করবেন না।
💠পডোফাইলাম প্রয়োগের পর রোগীকে লবণ খেতে নিষেধ করবেন।
💠 ফেরামমেট প্রয়োগের পর রোগীকে চা খেতে বারণ করবেন।
💠আর্জেন্টাম নাইট্ৰিকাম প্রয়োগের পর রোগীকে দুগ্ধ খাইতে দেবেন না।
💠 চা, পান, তামাক, বিড়ি, সিগারেট খাওয়া যাহাদের অভ্যাসে পরিণত হইয়া গিয়েছে তাদেরকে উক্ত দ্রব্যাদি, ঔষধ খাওয়ার অন্তত
এক ঘন্টা আগে ও এক ঘন্টা পরে খেতে পরামর্শ দেবেন। তদুপরি মুখ খুব ভাল করে পরিষ্কার করে খেতে বলবেন।
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
💠কাচা পিয়াঁজ, আদা রসুন, এলাচ, দারুচিনি, লবঙ্গ,
ইত্যাদি দ্রব্যের নিজ নিজ দ্রব্যগুণ বিদ্যমান থাকে এবং ঔষধের ন্যায় ক্রিয়াশীল বলে বর্জনীয়। তবে খাদ্য দ্রব্যের সাথে মশল্লা হিসেবে যতকম ব্যবহার করা হয় তার পরামর্শ দেবেন।
💠 এপিসমেল এর পর রাসটক্স এবং রাসটক্স এর পর এপিসমেল কখনও প্রয়োগ করবেন না।
💠 মাকুরিয়াসের পর সাইলেসিয়া এবং সাইলেসিয়ার পর মাকুরিয়াস প্রয়োগ করবেন না।
💠রোগীকে মদ, গাজা, আফিম, ভাঙ্গ ইত্যাদি মাদকদ্রব্য এবং জর্দা,পিপারমেন্ট, কপূর ইত্যাদি খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ করবেন।
💠ফসফরাসের পর কষ্টিকাম প্রয়োগ করবেন না।
💠কলোফাইলাম এরপর কফিয়া দেবেন না।
💠 কেমোমিলার পর নাক্স ভূমিকা না দেয়া ভাল।
💠আর্সেনিক প্রয়োগের পর রোগীকে আখের রস ও মধু খাহতে নিষেধ করবেন।

সবাই সুস্থ্য থাকুন,নিরাপদে থাকুন,
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা
ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়।
আপনারা যদি মনে করেন পোস্ট গুলো আপনার জন্য উপকারি তাহলে আরেক জনের জন্যও হয়তো উপকারি হবে , আপনি কষ্ট করে পোষ্টটি শেয়ার করলে অন্য জনকে লেখা পড়ে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। তাই শেয়ার করুন এবং পেজে লাইক বৃদ্ধিতে সহায়তা করুন। আর এ জন্য ইনভাইট অপশনে গিয়ে বন্ধুদেরকে পেজ লাইকের ইনভাইট পাঠান।মনে রাখবেন জানার কোন শেষ নেই ।
📑পরামর্শের জন্য

📞হেল্পলাইন 01738508800


Leave a Reply