পুরুষাঙ্গ বিষয়ক অনেকের অনেক রকম
ধারনা রযেছে।তার ভিতর কোনটা
জানেন, কোনটা জানেন না,
কোনটা সঠিক, কোনটা সঠিক না
তার পূনাঙ্গ ধারণা দিতে
আমাদের আজকের এই পোষ্ট।
১। স্বাভাবিকভাবে পেনিসের
দৈর্ঘ্য ৫.১ থেকে ৫.৯ ইঞ্চি হয়ে
থাকে।
২। অনেকে মনে করেন পেনিস বড়
হলে স্ত্রীকে বেশি আনন্দ দেওয়া
যায়, আসলে তা সম্পূর্ণ ঠিক নয়।
এক্ষেত্রে দেখতে হবে আপনার
স্থায়িত্ব কত মিনিট।
স্বভাবিকভাবে স্থায়িত্ব ৭ থেকে
১০ মিনিট হয়ে থাকে।
৩। প্রকৃতভাবে পুরুষাঙ্গ একেবারে
সোজা হয় না।একদিকে একটু বাঁকা
থাকবে।
৪। অনেকে মনে করেন পুরুষাঙ্গের
আগা মোট গোড়া চিকন বড় ধরণের
সমস্যা। আসলে এটা তেমন কোন সমস্
া না।
৫। মনে রাখবেন পুরুষাঙ্গ বড় করার
জন্য কোন জাদুকরী তেল বা ঝাড় ফু
একদম বানোয়াট।কখনো ভূলেও এমন
ফাঁদে
পড়বেন না।
৬। বড় পুরুষাঙ্গ না হলে নারীকে
তুপ্তি দেওয়া যাবে না, এমন
ধারণা করবেন না।মাত্র ৩ ইঞ্চি
পুরুষাঙ্গই নারীকে খুশি করতে
যথেষ্ট।
৭। পুরুষাঙ্গ যদি বেশি বড় হয় তবে
নারী খুশির বদলে অনেক সময়
ব্যাথা পায়।যার ভয়াবহতা যৌন
আতঙ্কে রূপ নিতে পারে।
৮। প্রকৃতপক্ষে ক্ষুদ্র লিঙ্গের দৈর্ঘ্য
হলো ২.৭৬ ইঞ্চির চেয়ে ছোট।
৯। পুরুষাঙ্গের গোঁড়া চিকন আগা
মোটা বা বাঁকা আসলে মিলনে
কোন সমস্যা সৃষ্টি করে না।
১০।এই কথাটা মেনে চলুন।কখনোই
নিজের স্ত্রী ছাড়া অন্য কোথাও
আপনার পুরুষাঙ্গ ব্যবহার করবেন না।
এতে করে অনেক রোগের প্রভাব
থেকে সুরক্ষিত থাকবেন।
১১। নিয়ম মেনে পুরুষাঙ্গের চুল
পরিষ্কার করুন। ৪০ দিন হলেই
পরিষ্কার করতে পারেন।
আরো অজানা তথ্য জানতে ও
অনলাইনে হোমিও
চিকিৎসা পেতে ভিজিট করুণ
www.somadhanhomeohall.com