আকাশে বাতাসে ছুঁয়ে যাক মোদের খুশীর মোড়ক ,সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ” ঈদ মোবারক ” ।বিদেশে যারা আছি মোরা, আসেনা তো ঈদের খুশী ,তবু অভিনয়ে শুভেচ্ছা বিলিয়ে দেই অনুরাগে ভাসি ।প্রাণের হিল্লোল হৃদয়ের কল্লোল নিস্তেজ হয়ে ছুটে ,পশ্চিম আকাশে ঈদ নামে যবে বেদনার চাঁদ ওঠে ।প্রাণের বন্ধনে চাপিয়া ক্রন্দন বিলিয়ে দেই আয়েশ ,নয়ন নীরে একাকী মোরা রান্না করি সেমাই পায়েস ।দুধের স্বাদ ঘোলে মিটিয়ে সুখ খুঁজি তবু পবনেতে ,জীবনের গ্লানি দূর করিতে টেনে যাই ঘানী ভুবনেতে ।আয়ু’টার দৈর্ঘ্য কেউ জানিনা তবু চলি অসীমে টানি ,বিসর্জন দিয়ে সুখ শান্তি বাঁচিয়া রাখি জীবন খানি ।রক্তের টানে প্রিয়জন ছলে তবু থাকি হাসি মুখে ,যত হেসে যাই স্বস্তি নাহি পাই সুখ আসে না বুকে ।তবু প্রিয়জনের মুখে হাসি ফুটাতে করে যাই অভিনয় ,খুশীর ঈদ যেন উভয়ের মাঝে সমান ভাগাভাগি হয় ।আপনাদের খুশী তো আমার খুশী খুশীতেই মাখামাখি ,দেখেনা তারা আড়ালে থাকে নীরে ভিজে দু’টি আঁখি ।সেমাই পায়েস ফিরনি গোশত পোলাও লাগে যেন তোবারক ,সবার মুখে হাসি ফুটাতে বলে যাই শুধু ঈদ মোবারক ।