মেয়েদের ডিম্বাশয়ের চকলেট সিস্ট এবং এর কার্যকর চিকিৎসা

মেয়েদের ডিম্বাশয়ে নানা প্রকার সিস্ট হয়ে থাকে যার কোনটার নাম আমরা জানি আবার কোনটার নাম জানি না। আবার কিছু কিছু সিস্ট সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা প্রায় সীমিত। তার মধ্যে একটি হলো চকলেট সিস্ট। চকলেট সিস্ট হচ্ছে এক ধরনের এন্ডোমেট্রিয়াল সিস্ট। এন্ডোমেট্রিওসিস হচ্ছে জরায়ু ব্যাতিত অন্য কোথাও এন্ডোমেট্রিয়ামের উপস্থিতি। যখন ডিম্বাশয় আক্রান্ত হয় তখন একে ডিম্বাশয়ের চকলেট সিস্ট বলে। এন্ডোমেট্রিওসিস এর সবচেয়ে কমন জায়গা হচ্ছে এই ডিম্বাশয়। এটি সাধারণত হলে দুই দিকেই হয় অর্থাৎ দুই পাশের ডিম্বাশয় আক্রান্ত হয়।
মেয়েদের ডিম্বাশয়ের চকলেট সিস্ট
চকলেট সিস্ট কীভাবে হয় ?
সাধারণত মেয়েদের জরায়ু ব্যাতিত এন্ডোমেট্রিয়াম অন্যত্র থাকার কথা নয়। কিন্তু যখন অল্প কিছু এন্ডোমেট্রিয়াল কলা (জরায়ুর সবচেয়ে ভেতরের দিকের কলা) ডিম্বাশয়ের ভেতরে তৈরি হয়, রক্তপাত করে, বেড়ে উঠে তখন এই রোগ হয়ে থাকে। মাসের পর মাস এভাবে রক্ত ভাঙতে থাকলে এটি একসময় বাদামি আকার ধারণ করে। যখন এটি ফেটে যায়, ভেতরের সব কিছু আশেপাশের অঙ্গ সমুহের ( জরায়ু, মুত্র থলি , অন্ত্র ) উপর ছিটকে পড়ে।
লক্ষণ সমুহ :-
  • তলপেটে ব্যথা (৫০%) (মাসিকের কিছুদিন আগে থেকে কিন্তু মাসিকের সময়ে বেশি )
  • মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত, বার বার মাসিক হওয়া (৬০%)
  • কোনও লক্ষণ নাও থাকতে পারে ( ২৫%)
  • দীর্ঘদিন তলপেটে ব্যথা থাকা
  • সন্তান না হওয়া (৪০-৬০%)
  • উদরে ব্যথা
তলপেটের পরীক্ষা করলে পেটে প্রচণ্ড ব্যথা অনুভূত হতে পারে। পাউচ অফ ডগ্লাসে ব্যথা অনুভূত হতে পারে। আডনেক্সাতে একটি অথবা দুটি বিভিন্ন সাইজের সিস্ট বোঝা যায় অনেক সময়।
অন্যান্য :- প্রস্রাব ঘন ঘন হওয়া, প্রস্রাবে রক্ত আসা, জ্বালা পোড়া হওয়া। পায়খানায় কষ্ট হওয়া, রক্ত যাওয়া।
কিছু টেস্টের মাধ্যমে পরীক্ষা করে রোগ নির্ণয় করা যেতে পারে। যেমন :-
  • ট্রান্স ভেজাইনাল সনোগ্রাফি
  • তলপেটের আল্ট্রাস্নোগ্রাম
  • সেরাম মার্কার সি এ- ১২৫
  • বায়োপ্সি
  • ল্যাপারোটমি
চিকিৎসা আছে কি কি ?
এন্ডোমেট্রিওসিসের চিকিৎসা করা হয় ওষুধের মাধ্যমে, কিন্তু কাজ না হলে অপারেশন করে কেটে ফেলা হয়। যাদের কোন লক্ষণ থাকেনা তাদের ক্ষেত্রে কিছু করার দরকার নেই। একজন কম বয়সী বিবাহিত মেয়েদের বিয়ের পরে বাচ্চা ধারণ করলে এম্নিতেই এটি সেরে যায়। ব্যথা থাকলে রোগীর ধরন ভেদে মেফেনামিক এসিড বা ইবুপ্রফেন খেতে দেন অধিকাংশ চিকিৎসকেরা।
হরমোনের মাধ্যমে চিকিৎসা :-
  • খাবার জন্মবিরতিকরণ পিল
  • শুধু প্রোজেস্টেরন
  • গোনাডোট্রপিন রিলিজিং হ্রমোন
  • ডানাজল
অপারেশনের মাধ্যমে :-
  • সিস্টটি যতটুকু সম্ভব কেটে ফেলা হয়
  • যদি পরিবার সম্পূর্ণ হয়ে থাকে এবং বয়স চল্লিশের বেশি হয় বা যদি এন্ডোমেট্রিওসিস পেল্ভিসের সর্বত্র ছড়িয়ে একটা আরেকটার সাথে লেগে থাকে যা ছোটানো কষ্টকর সেক্ষেত্রে জরায়ু সম্পূর্ণ রূপে দুই দিকের টিউব ও ডিম্বাশয় সহ কেটে ফেলা হয়।
সফল হোমিওপ্যাথি চিকিত্সা :-
কোনো প্রকার অপারেশন ছাড়া পার্শ্ব প্রতিক্রিয়াহীন ও সফল হোমিও চিকিত্সার মাধ্যমে মহিলাদের ডিম্বাশয়ের চকলেট সিস্টসহ সকল সিস্ট-ই অতি সাফল্যের সাথে নির্মূল করে আসছেন দেশের অভিজ্ঞ হোমিওপ্যাথরা । তাই মহিলাদের এই সমস্যার নিশ্চিত আরোগ্যের জন্য ভালো একজন হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং চিকিত্সা নিন। খুব অল্প সময়ের মধ্যেই আপনার ডিম্বাশয়ের চকলেট সিস্ট বিলীন হয়ে যাবে।
কী কী জটিলটা দেখা দিতে পারে :-
  • এন্ডোক্রাইনোপ্যাথি
  • সিস্ট টি ফেটে যেতে পারে
  • অন্ত্রে অবস্ট্রাকশন হতে পারে
  • চকলেট সিস্ট এ ইনফেকশন হয়ে থাকতে পারে
  • খুব বিরল হলেও ক্যান্সার হতে পারে।
সাধারণত এই রোগটি ৩০-৪৫ বছর বয়সের নারীদের হয়ে থাকে। এদের অধিকাংশেরাই একটি সন্তানও হয়নি এমনটাই দেখা যায় অথবা সিস্টের লক্ষণ দেখা দেয়ার অনেক আগে একটি বা দুটি বাচ্চা হয়ে থাকতে পারে। এই রোগটি বংশগত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *