চুল পাকা রোধে ৫টি কার্যকরী টিপস

চুল
পাকা রোধে ৫টি কার্যকরী টিপস
★★★★★★★★★★★
বয়স হলে চুল
সাদা হবে বা পেকে যাবে, এটাই
স্বাভাবিক। কিন্তু অল্প বয়সে চুল
পাকা মোটেও স্বাভাবিক নয়।
কিন্তু বর্তমানে অনেকেরই কম
বয়সে চুল পাকার প্রবণতা দেখা যায়।
বয়সের আগে চুল পাকার পেছনে কাজ
করে কিছু কারণও। এগুলোর
মধ্যে ভেজাল খাবার, দূষণ, অনিয়মিত
জীবনযাপন ও ক্ষতিকর
কেমিক্যালযুক্ত প্রসাধনীর
ব্যবহার অন্যতম। জেনে নিন চুল
পাকা রোধ করার উপায়,
৫টি কার্যকরী টিপস।
১) হরতকীর গুঁড়া ১ চা চামচ,
মেহেদি পাতা বাটা দুই চা চামচ
এবং আধাকাপ নারকেল
একসাথে মেশান। এবার
ভালোকরেফুটিয়েনিয়েমিশ্রণটিঠাণ
্ডাকরুন।
পুরো চুলে লাগিয়ে ২ ঘণ্টা পর
শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
২) ১০ গ্রাম মেহেদিপাতা, ১০ গ্রাম
কেশুতপাতা, হরীতকীর ছাল,
২টি আমলকী, ৭-৮টি জবুফলের মাঝের
অংশ ও বিটের রস
ভালোকরেফুটিয়েছ
েঁকেনিয়েহেয়ার
টনিক তৈরি করুন। এই টনিক নিয়মিত
পুরো চুলে লাগান। ৪০ মিনিট
রেখে ভালো করে শ্যাম্পু
দিয়ে ধুয়ে ফেলুন। অসময়ে চুল
পাকা প্রতিরোধ করতে পারবেন খুব
সহজেই।
৩) আমলকীর রস, বাদামের তেল ও লেবুর
রস
একসাথে মিশিয়ে সপ্তাহেকমপক্ষে২
থেকে ৩ দিন ব্যবহার করুন। চুল
পাকা কমে যাবে।
৪) একটি দুটি করে চুল সাদা হতে শুরু
করলেই মেহেদি, ডিমের কুসুম ও টকদই
একসাথে মিশিয়ে প্যাক
তৈরি করে চুলে লাগান।
সপ্তাহে এক বার এই প্যাক ব্যবহার
করুন। এই প্যাক চুল পাকা প্রতিরোধ
করতে সাহায্য করে।
৫) ১ কাপ নারকেল তেল, ১ টেবিল চামচ
মেথি গুঁড়া, ২ টেবিল
আমলকীগুঁড়াএকসাথেমিশিয়েঅল্প
আঁচে জ্বাল দিন। তেল বাদামি রঙ
ধারণ করলে নামিয়ে ফেলুন।
ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিন। এই
তেল সপ্তাহে ২ দিন চুলের গোড়াসহ
পুরো চুলে লাগিয়ে ম্যাসাজ
করুন। ২ ঘণ্টা পর শ্যাম্পু
করে ধুয়ে ফেলুন। এতে চুল পাকার
সমস্যা দূর হবে দ্রুত।
এছাড়া চুলের ধরন
অনুযায়ী নিয়মিত
ভালো ব্যান্ডের শ্যাম্পু ও
কন্ডিশনার ব্যবহার করুন। চুলের
ক্রিম, জেল, স্প্রে, সিরাম, কালার
ইত্যাদি ব্যবহারের
ক্ষেত্রে সতর্কতা অবলম্বন
করা উচিত। এ সবই বিভিন্ন ক্ষতিকর
কেমিক্যাল
দিয়ে তৈরি হয়ে থাকে,
যেগুলো চুলের জন্য কোনোভাবেই
ভালো নয়। নিয়মিত ফলমূল, রঙিন
শাকসবজি, পুষ্টিকর খাবার খান ও
প্রচুর পরিমাণে পান করুন। চুল
সাদা হওয়া প্রতিরোধ তো করবেই,
সেই সাথে চুল হবে সুন্দর ও ঝলমলে।
এতো কিছু
ঝামেলা মনে হলে (( চুলপাকা)) জন্য
অনলাইনে হোমিও
চিকিৎসা পেতে ভিজিট করুণ
www.somadhanhomeohall.com
বিঃ দ্রঃ ভিপি ও কুরিয়ার
সাভিসে ঔষধ পাঠানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *