♦♦ গ্যাস্ট্রিক সমস্যার ঘরোয়া সমাধান – ১

গ্যাস্ট্রিক সমস্যার ঘরোয়া সমাধান – ১
গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা
আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার।
অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ
সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে
এর প্রতিকার হিসাবে পাওয়া যায়
অনেক নামি দামি ওষুধ। কিন্তু
আমাদের হাতের কাছের বিভিন্ন
প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায়
এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ
করার কি দরকার।আসুন এরকম কিছু
উপাদানের কথা জেনে নিই।
লং

image

যদি আপনি গ্যাস্ট্রিকের সমস্যায়
জর্জরিত হয়ে থাকেন, তবে লং হতে
পারে আপনার সঠিক পথ্য। দুইটি লং মুখে
নিয়ে চিবাতে থাকুন, যেন রসটা
আপনার ভেতরে যায়। দেখবেন
এসিডিটি দূর হয়ে গেছে।
জিরা

image

এক চা চামচ জিরা নিয়ে ভেজে
ফেলুন। এবার এটিকে এমন ভাবে গুড়া
করুন যেন পাউডার না হয়ে যায়, একটু
ভাঙা ভাঙা থাকে। এই গুড়াটি
একগ্লাস পানিতে মিশিয়ে প্রতিবার
খাবারেরসময় পান করুন। দেখবেন কেমন
ম্যাজিকের মতো কাজ করে।
গুঁড়

image

আপনার বুক জ্বালাপোড়া এবং
এসিডিটি থেকে মুক্তি দিতে পারে।
যখন বুক জ্বালাপোড়া করবে সাথে
সাথে একটুকরো গুঁড় মুখে নিয়ে রাখুন
যতক্ষণ না সম্পূর্ণ গলেযায়। তবে
ডায়বেটিস রোগিদের ক্ষেত্রে এটি
নিষিদ্ধ।
মাঠাদুধ

image

এবং মাখন দিয়ে তৈরী মাঠা একসময়
আমাদের দেশে খুবই জনপ্রিয় ছিল।
এসিডিটি দূর করতে টনিকের মতো
কাজ করে যদি এর সাথে সামান্য
গোলমরিচ গুঁড়া যোগ করেন।
পুদিনা পাতা

image

পুদিনা পাতার রস
গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে বহুদিন
ধরেই ব্যবহৃত হয়ে আসছে। প্রতিদিন
পুদিনা পাতার রস বা পাতা চিবিয়ে
খেলে এসিডিটি ও বদহজম থেকে দূরে
থাকতে পারবেন।চলবে—


Leave a Reply