হোমিওপ্যাথিক ডাইলুশন
রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ
ছাড়া সরাসরি লিকুইড মেডিসিন
নিজে সেবন করা থেকে বিরত থাকুন।

হোমিওপ্যাথিক ঔষধ সরাসরি লিকুইড মেডিসিন ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা সঠিক কাজ নয়।

কয়েক ফোঁটা যদি আপনি প্রতিদিন খেয়ে যান তাহলে ঔষধটি আপনার শরীরে প্রুভিং হয়ে যাবে। এভাবে কয়েক মাস খেলে ঔষধের লক্ষন গুলো আপনার শরীরে দেখা দিবে।
ঔষধ জনিত কৃত্রিম রোগ আপনার শরীরে বাসা বাঁধবে যা সহজে আরোগ্য করা যায়না।

প্রতিটি ঔষধের ১০০থেকে ৫০০০+ লক্ষণ থাকে যা ঔষধটি সুস্থ মানবদেহে পরীক্ষার সময় জানা গিয়েছে। অতএব (সাবধান)

যেকোন সমস্যায় ঔষধ খেতে হলে ১ ফোঁটা অথবা ৪ বড়ি আধাগ্লাস পানিতে মিক্স করে গ্লাস থেকে ২ চা চামুচ তরুন রোগে ঘনঘন ১ /৩/৬ ঘন্টা পরপর খেতে হবে।
আর পুরাতন রোগে প্রতিদিন ১ বার করে ২ /৩/৫ দিন খেয়ে ১ থেকে ২ মাস অপেক্ষা করতে হবে।

শুধুমাত্র ৫০ সহস্রতমিক পদ্ধতির ঔষধ প্রতিদিন বা ১ দিন পরপর খাওয়া যাবে।


(অভিজ্ঞ হোমিওপ্যাথিক রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *