অতিরিক্ত হস্তমৈথূন্য জনিত সমস্যা

হস্তমৈথুন মানে যৌন পরিতোষের জন্য পুরুষের লিঙ্গ অথবা নারী তার ভগাঙ্কুর ঘর্ষণ এবং স্তন স্পর্শ করে যৌন আনন্দ উপভোগ করা। এটা একটা স্বাভাবিক উপায় নারী-পুরুষের নিজস্ব অনুভুতি এক্সপ্লোর করার জন্য। হস্তমৈথুন নিজে নিজে অথবা দুটি মানুষের (পারস্পরিক হস্তমৈথুন) মধ্যে হতে পারে। অতিরিক্ত হস্তমৈথূন্য করার ফলে যেসব সমস্যার সৃষ্টি হয় – তার মধ্যে শক্তি হ্রাসসহ আরো রয়েছে নানাবিদ জটিল শারীরিক সমস্যা ।

 তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল :-
  • শারীরিক ব্যথা এবং মাথা ঘোরা।
  • যৌন ক্রিয়ায় সাথে জড়িত স্নায়তন্ত্র দুর্বল করে দেয় অথবা ঠিক মত কাজ না করার পরিস্থতি সৃষ্টি করে।
  • শরীরের অন্য অঙ্গ যেমন হজম প্রক্রিয়া এবং প্রসাব প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করে।
  • দৃষ্টি শক্তি দুর্বল করে দেয় এবং মাথা ব্যাথা সৃষ্টি করে।
  • হৃদকম্পনে দ্রুততা আসে।
  • ব্যক্তি কোনো কঠিন শারীরিক বা মানসিক কাজ এর অসমর্থ, তিনি সাধারণত নির্জনতায় থাকতে চেষ্টা করে এবং তার জ্ঞান বৈকল্য হয়।
  • কেউ কেউ হয়তো তোতলানো এবং কানে কম শোনা রোগে আক্রান্ত হতে পারেন।
  • দ্রুত বীর্যস্থলনের প্রধান কারন অতিরিক্ত হস্তমৈথুন্য।
  • হস্তমৈথূন পুরুষাঙ্গে ছিদ্র সৃষ্টি করতে পারে।

হোমিওপ্যাথিক চিকিৎসা :-

হস্তমৈথূন্য অভ্যাস এমন একটি সমস্যা যে কেউ একবার আক্রান্ত হলে চিকিৎসা ব্যতীত এটি ত্যাগ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অ্যালোপ্যাথিতে এর কোন প্রকার কার্যকর চিকিৎসা ডাক্তারগণ এখন পর্যন্ত দিয়ে সাফল্য দেখাতে পারেন নাই। অথচ মাত্র ৭-১৫ দিনের মধ্যেই যৌন শক্তির কোন প্রকার হেরফের না করেই হোমিওপ্যাথরা হস্তমৈথূন্য অভ্যাস পুরোপুরি দূর করে ফেলেন। তাই কেউ এ অভ্যাসে অব্ভস্থ হয়ে থাকলে কোন প্রকার সংকোচ না করে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করে অল্প কয়েক দিনের মধ্যেই সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে আসুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *